চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক ভোরের কাগজের ৩০তম প্রতিষ্ঠা
বার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার রহনপুর পৌর এলাকার
একটি চাইনিজ রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক ভোরের কাগজের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম তালুকদারের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী
অফিসার মিজানুর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা
ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর ষ্টেশন বাজার কল্যান বহুমূখি
সমবায় সমিতির সভাপতি নাজমুল হুদা খাঁন রুবেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি
আতিকুল ইসলাম আজম, রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম,
গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদসহ অন্যরা। এ সময়
রহনপুর শিল্প ও বনিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর ষ্টেশন
বাজার কল্যান বহুমূখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবুসহ
উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয়।