গত ২৬শে জানুয়ারি বগুড়ার শেরপুরে বাস চাপায় সিএনজি চালকসহ ৫ জন নিহতের ঘটনায় ঘাতক বাস চালক সাইফুল ইসলাম (৫৬) কে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
মঙ্গলবার (১৫ই ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে পলাতক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম ঢাকার বেগুনবাড়ী এলাকার জানে আলমের ছেলে ও হানিফ পরিবহনের চালক।
র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসা) মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৬শে জানুয়ারি বাবুল প্রমানিক সিএনজি নিয়ে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় সিএনজি চালানোর সময় হানিফ পরিবহনের একটি যাত্রিবাহী বাস বেপরোয়া গতিতে এসে সিএনজি সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হানিফ পরিবহনের ড্রাইভার বাস নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৫ জন মারা যায়।
পরে ২৭শে জানুয়ারি নিহত সিএনজি চালকের ছেলে বাদী হয়ে শেরপুর থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে। এ ঘটনায় র্যাব-১২ এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারীর মাধ্যমে সকালে জেলার সলঙ্গা থানার একতা হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে শেরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।