সিরাজগঞ্জে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মামনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে ওসমানী স্মৃতি মিলানায়তন ও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতি মন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপির সভাপতিত্বে জেলার সকল মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মামনা দেওয়া হয়।
সম্মামনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায়, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. বীর মুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইউসুফ সুর্য, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি সপ্না বক্তব্য রাখেন।