মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কামারখন্দে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ (৪৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত বাদশা উপজেলার আলোকদিয়ার গ্রামের মৃত রমজান শেখের ছেলে।
বুধবার (১৮ মে) রাতে উপজেলার হালুয়াকান্দি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, বুধবার রাতে উপজেলার হালুয়াকান্দি এলাকায় মাদক ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিচ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ বাদশা শেখ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিকে আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Facebook Comments Box