নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের বুনী গ্রামে পারিবারিক বিরোধ নিরোধ ও নারী ও শিশু কল্যান ” স্থায়ী কমিটি কর্মহীন হয়ে পড়া ২৫ টি পরিবারের মাঝে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে।
শনিবার বেলা সাড় ১১টায় বুনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মহীনদের মাঝে ১০কেজি চাল, ৫০০ গ্রাম তেল, ১কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ৫০০ গ্রাম ডাল, ১ টি সাবান, খাদ্য সামগ্রী বিতরণ করেছে আকবরপুর ইউনিয়ন স্থায়ী কমিটি সদস্যরা। বিতরণে সহযোগিতা করেছেন স্থায়ী কমিটির সভাপতি নিলুফা ইয়াছমিন, সদস্য শওকতয়ারা, ইজাবুল হক, সদস্য মোকাল্লেম, মোস্তাফিজুর, প্রমুখ।
ইউপি সদস্য ইজাবুল হক জানান, আমাদের আকবরপুর ইউনিয়নে এলাকায় স্থায়ী কমিটির উদ্যােগে সেচ্ছাসেবক হিসেবে সেচ্ছায় করোনা প্রতিরোধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং এলাকার মানুষদের সহযোগিতা করে যাচ্ছে।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। এলাকার মানুষকে সুস্থ্য রাখতে তারা বিভিন্ন গ্রামে গ্রামে সচেতনা বৃদ্ধি করতে মাইকিং, জীবানুনাশক স্প্রে, লিফলেট ও মাস্ক বিতরণও করেছেন।