নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের পূর্ব উত্তরাইল গ্রামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিবন্ধি যুবতী (২৮) ধর্ষিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই যুবতীর বসত বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক প্রবীর দেবনাথ (৩৫) কে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানা পুলিশ।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদর এলাকার পূর্ব উত্তরাইল গ্রামের ধর্ষিত যুবতী শারিরীক প্রতিবন্ধি। সে হুইল চেয়ারে বসে চলাচল করে। ভিকটিমের মা ওই যুবতীকে বাড়িতে রেখে ডাক্তার দেখাতে যান। সেই সুযোগে একই গ্রামের মৃত. রমনী দেবনাথ এর পুত্র প্রবীর দেবনাথ ওই প্রতিবন্ধি যুবতীকে ফুসলিয়ে ধর্ষণ করে।
তার বাবা বাড়িতে ছিল না পরে মা বাড়িতে গেলে এ বিষয়টি যুবতী খুলে বলে। খবর পেয়ে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকবর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে।