বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

সিংগাইরে ধান সংগ্রহে লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন

অনলাইন ডেস্ক / ১৮৬ শেয়ার
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০

মো.সাইফুল ইসলাম শিকদার,সিংগাইর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৩টি ইউনিয়নের চলতি ইরি-বোরো ধান সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ক্রয় করবে সরকার। তাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত কৃষক নির্বাচন করতে প্রতিটি ইউনিয়নে গিয়ে সরাসরি লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন  করেন ইউএনও রুনা লায়লা।

 

সরকারিভাবে প্রতি কৃষকের কাছ থেকে ২ টন করে ধান ১০৪০ টাকা দরে ক্রয় করবে খাদ্যগুদাম। উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা শনিবার (২০জুন) ১১টায় জামির্ত্তা ইউনিয়ন পরিষদে কৃষকদের সাথে সরাসরি আলোচনা সভা করেন।

 

উপজেলার কৃষি অফিস ইউনিয়ন পরিষদের মেম্বারদের নিয়ে তালিকা করা হয়। তালিকা অনুযায়ী জামির্ত্তা ইউনিয়নে ৭৩ জন কৃষকের মধ্য থেকে লটারীর মাধ্যমে ৫৫ জন কৃষক নির্বাচন করা হয়। এরপর দুপুরে চান্দহর ইউনিয়নে তালিকাভুক্ত ২৪৬ জন কৃষকের মধ্য থেকে ১৯৮ জনকে নির্বাচন করা হয়। সর্বশেষে বিকেলে সায়েস্তা ইউনিয়নে তালিকাভুক্ত ১৭৫ জন কৃষকরে মধ্য থেকে লটারীর মাধ্যমে ১৪০ জন কৃষককে নির্বাচন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান ক্রয় কমিটির সভাপতি রুনা লায়লা। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, জামির্ত্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, চান্দহর ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল ও সায়েস্তা ইউপি চেয়ারম্যান মুসলেমউদ্দিন চৌকদার।

 

এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, স্বচ্ছভাবে করা তালিকার লটারীর মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা হবে। কোন অনিয়ম করার আর কোন সুযোগ নেই।

 

 

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com