মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড বিশ্ব। এর প্রভাব পড়েছে ক্রীড়াজগতেও। করোনার কারণে অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি আইসিসি। একই অবস্থা এশিয়া কাপ নিয়েও। কোন সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে পূর্ব নির্ধারিত সময়েই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই এশিয়া কাপ হবে বলে জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান।
করাচিতে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও জানান, “ঠিক সময়েই হবে এশিয়া কাপ। ইংল্যান্ড সফর সেরে ২ সেপ্টেম্বর দেশে ফিরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। এরপরেই সেপ্টেম্বর কিংবা অক্টোবরে এশিয়া কাপ দেখতে পারি।
পাশাপাশি ওয়াসিম খান আরও একটি ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন এশিয়া কাপের আয়োজক নিয়ে। এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে ভারতীয় দলের খেলতে আপত্তির কথা জানিয়েছে বিসিসিআই। তাই নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ব্যাপারেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়েছে।
ওয়াসিম খান বলেন, “বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। শ্রীলঙ্কায় করোনাভাইরাস ছড়ায়নি সেভাবে। সেখানে যদি নাও হয় আরব আমিরশাহি তৈরি আছে।