বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৯৩ জনে

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস কোভিড-১৯ করোনার প্রকোপ থামছেই না। প্রতিদিন অজানা এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। আক্রান্তের তালিকাও লম্বা হচ্ছে দিনকে দিন।বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৯৩ জন।

 

আজ শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৯৩ জনে।

 

করোনা ভাইরাস নিয়ে লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এই তথ্য জানা গেছে।

 

ডিসেম্বরে চীন থেকে এই মহামারি শুরু হলেও ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালিয়েছে ভাইরাসটি। এখন এর কেন্দ্রবিন্দু হয়ে উঠছে রাশিয়া, ব্রাজিল। নিহতের সংখ্যায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক লাখ ২৬ হাজার ৭৮০ জনের।

 

মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৫ হাজার ৫৪ জনের। রাশিয়ায় মৃত্যু হয়েছে ৮৬০৫ জনের।

 

ভারতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ হাজার ৩০৮ জনের।

 

মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে থাকা ব্রিটেনে মৃত্যু হয়েছে ৪৩ হাজার ২৩০ জনের।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225