এফ এম আজিজুর রহমান, সালথা, (ফরিদপুর):
২০১৯-২০ অর্থবছরে ফরিদপুর জেলার সেরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার অর্জন করেছেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।
শুদ্ধাচার চর্চার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে অসামান্য অবদান রাখায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পর্যায়ে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সালথা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে এই পুরস্কার প্রদান করা হয়। সালথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই পুরস্কারের জন্য মনোনয়ন করায় জেলা প্রশাসক জনাব অতুল সরকার স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
প্রতি অর্থবছরে এই পুরস্কার প্রদানের জন্য যে সূচকগুলো বিবেচনা করা হয় তার মধ্যে পেশাগত দক্ষতা; সততার নিদর্শন; কর্তব্যনিষ্ঠা; সেবা প্রদান; নেতৃত্ব দান; উদ্ভাবনী চর্চা; সেবা প্রদানে তথ্য প্রযুক্তি ব্যবহার ইত্যাদি উল্লেখযোগ্য। শুদ্ধাচার পুরস্কার অর্জনে সালথার সকল শ্রেনীপেশার মানুষ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারকে বিভিন্ন মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।