দেশে করোনায় প্রাণ গেল আরো ৫০ জনের

দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৫০ জনের মৃত্যু।  ফলে ভাইরাসটিতে মোট ২৮০১ জন মারা গেলেন।

 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

 

বরাবরের মতোই বুলেটিনে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

 

ভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে।

 

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমিত হয়ে মৃত মানুষের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে।

 

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৩০ হাজার ২১১ জন।

 

করোনায় মৃতের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। করোনায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৮৩ জনের।

 

করোনায় মৃতের থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৮২ হাজার ৮৯০ জনের।

 

করোনায় আক্রান্তের দিক থেকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৯০ জনের।

 

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৭৪৫ জনের।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225