জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের সালথায় বিভিন্ন বাজারে ও খাল, বিলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার সালথা সদর বাজারে কারেন্ট জাল বিক্রির সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
এজনকে ১ হাজার জরিমানা ও ৩ শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া হয়। এবং মহামারী করোনার প্রাদুর্ভাবে সরকারী আদেশ অমান্য করে মুখে মাক্স না পরার কারনে ১ জনকে ২ শত টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা মৎস্য জর্মকর্তা সৈকত মল্লিক ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।