“অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় নাটোর স্টেশন রেললাইনে জলবদ্ধতা”

বর্ষার পানিতে এবার পানি বন্দি হয়েছে নাটোর রেল স্টেশনের রেল লাইন।অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা,সমন্বয়হীনতা এবং সড়কের সাথে রেল লাইনের ভারসাম্য না থাকায় সৃষ্টি হচ্ছে নতুন এ জটিলতা।

তার ওপর ভর করেছে অলসতা।করোনার কারনে সীমিত রয়েছে ট্রেন চলাচল।তাই রেলওয়ে কর্মিদের কাজের চাপ কম।বেড়েছে অলসতাও।কিন্তু প্রকৃতির কাছে অলসতার স্থান নাই।এলাকাবাসী জানায়,নাটোর রেল স্টেশন ও রেল লাইন থেকে পানি বের হওয়ার যে ড্রেন ও পাইপ রয়েছে সেগুলো নিয়মিত পরিস্কার করতে হয়।কিন্তু করোনাকালীন অলসতার কারনে পানি নিস্কাশনের ওই পথ গুলো সময়মত পরিস্কার করা হয়নি।সে কারনে পথ বন্ধ হয়ে রেল লাইনে জমেছে পানি।যা রেল গেট থেকে প্লাট ফর্ম পর্যন্ত পৌছে গেছে।

জমে থাকা পানি গুলো ধীর গতিতে নামার কারনে পূনরায় বৃষ্টিপাত শুরু হলে আরো বেশি পানি জমে যাওয়ার আশংকা স্থানীয়দের।তবে নাটোর রেল স্টেশনের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান,রেল স্টেশনের পানি নিস্কাশনের পাইপগুলো অত্যন্ত সরু।তার ওপর রাস্তা উন্নয়নের কাজ করায় রেল লাইন থেকে রাস্তা উঁচু হয়ে গেছে।এ কারনে লাইনে পানি জমে যাচ্ছে।তার ওপর সড়ক বিভাগের নব নির্মিত ড্রেন অপরিকল্পিত হওয়ায় সেখানে পানি নামানো কষ্ট সাধ্য হয়ে গেছে।সে কারনে ধীর গতিতে পানি নামায় অনেক বেশি সময় ধরে পানি আটকে থাকছে লাইনে।পানি গুলো স্থায়ীভাবে জমে থাকবেনা বলেও জানান তিনি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225