সম্প্রতি ইন্ডিয়ান ব্রাইডাল শ্যুটে কাজ করলেন মান্নাত। ব্রাইডাল শ্যুটের মেক আপ আর্টিস্ট ছিলেন শিল্পী ভৌমিক এবং ফটোগ্রাফার ছিলেন মিঠুন বিশ্বাস। উল্লেখ্য, মান্নাতের পুরো নাম এঞ্জেলিনা জ্যাস মান্নাত সৃষ্টি। তিনি একাধারে একজন অভিনেত্রী, মডেল, কন্ঠশিল্পী ও উপস্থাপিকা। কোলকাতায় একটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। বেশ কয়েকটি নাটক ও বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি।
ব্রাইডাল শ্যুটে কাজের প্রসঙ্গে মান্নাত বলেন প্রথম বারের মত দেশের বাহিরের কোন ব্রাইডাল ফটো শ্যুট করলাম আশা করি কাজটি সবার ভাল লাগবে।
Facebook Comments Box