জাতীয় মৎস্য সপ্তাহে সালথায় মৎস্য চাষের উপকরণ বিতরন

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপল‌ক্ষে মৎস্য চাষী‌দের মা‌ঝে মৎস্য চা‌ষের উপকরন বিতরণ করা হ‌য়ে‌ছে। ১০ জন মৎস্য চা‌ষির মা‌ঝে মৎস্য চা‌ষের উপকরণ হি‌সে‌বে ২৫০ কে‌জি পি‌লেট ফিড, ২০০ কে‌জি সার, ১০০ কে‌জি চুন বিতরণ করা হয়।

 

 

উপ‌জেলা প্রসাশন সালথা এর সা‌র্বিক তত্বাবধায়‌নে এবং মৎস্যঅ‌ধিদপ্তর সালথা এর বাস্তবায়‌নে র‌বিবার ২৬ শে জুলাই বেলা ১১টায় সালথা উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে এই উপকরন বিতরন করা হয়।

 

সামা‌জিক ও নিরাপদ দুরত্ব বজায় রে‌খে বিতরণ কার্যক্র‌মে উপ‌স্থিত ছি‌লেন সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার, উপ‌জেলা মৎস্য কর্মকর্তা সৈকত ম‌ল্লিক, উপ‌জেলা মৎস্য অফি‌সের ক্ষেত্র সহকা‌রি এস এম শাহাবু‌দ্দিন প্রমূখ।

 

উপ‌জেলা মৎস্য কর্মকর্তা সৈকত ম‌ল্লিক ব‌লেন, করোনা প্রাদুর্ভাব জনিত পরিস্থিতিতে মৎস্য উৎপাদন অব্যাহত রাখতে, মৎস্য চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাছ ও চিংড়ি চাষে চাষিদের উদ্বুদ্ধকরণ বাস্তবায়িতব্য জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225