কুষ্টিয়ার-১ দৌলতপুর আসনের এমপি আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ আপন ফুপাতো ভাই হাসিনুর রহমান (৫৫) কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশ এ হত্যা কান্ডের সাথে জড়িত মজিবর বরাতি ও তার ভাতিজা সম্রাট বরাতিকে আটক করেছে।
শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। সেসময় জব্বার নামে তার মোটর সাইকেল ড্রাইভার আহত হন।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে হাসিনুর প্রতিদিনের ন্যায় ইসলামপুর বটতলা মোড়ে মজিবর বরাতির চায়ের দোকানে চা পান করে মোটর সাইকেলে উঠার সময় চা বিক্রেতা মজিবর বরাতি ধারালো হাসুয়া দিয়ে উপুর্যপুরি কুপিয়ে হাসিনুর কে আহত করে। এরপর দ্রæত তাকে দৌলতপুর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, হাসিনুর রহমান এমপির অবর্তমানে তার প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এক বছর আগে মজিবরের ছেলে আনোয়ার খুন হয়। ছেলে খুনের বিচার না পাওয়ার ক্ষোভ থেকে সে এ হত্যাকান্ড ঘটাতে পারে বলে তারা ধারণা করছেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) নিশিকান্ত সরকার জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনালের হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এবং হত্যাকান্ডে জড়িত চা বিক্রেতা মজিবর বরাতি (৫৮) ও তার ভাতিজা সম্রাট বরাতি (২৫) কে আটক করা হয়েছে।