মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিজিসি অ্যাওয়ার্ড-২৪ পেলেন আব্দুল মান্নান মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে বিএনপি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান তারেক রহমানের ড. ইউনূসের সঙ্গে বৈঠকে কী কথা হলো, জানালেন মির্জা ফখরুল ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খালাস পেলেন সাংবাদিক নেতা গোলাম ফারুক মজনু বিরামপুর পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে মানববন্ধন আশুলিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও মিজান শাহ্ দরবারে ৫৩ তম মাহফিল অনুষ্ঠিত। অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: তারেক রহমান আবহাওয়ার বৈরীতায় উত্তাল সাগর, ঝড়ের আশঙ্কা

ঘিওরে মানববন্ধনে বাধা, সাংবাদিকদের উপর হামলা, আটক ১

চায়না আলম, স্টাফ রিপোর্টার / ২৬৬ শেয়ার
প্রকাশিত : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

মানিকগঞ্জের ঘিওরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে কয়েকজন গণমাধ্যম কর্মী। রোববার উপজেলার বড় কুষ্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে। এঘটনায় হামলার শিকার ডেইলি স্টারের মানিকগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘিওর উপজেলার বড়কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জাফরের বিরুদ্ধে নানা অভিযোগে এনে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচির আহ্বান করেন। এই কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে মো. জাফরের নেতৃত্বে ওই গ্রামের মৃত. হবি মন্ডলের ছেলে রেজা মন্ডল (৩৮), ওহেদ আলীর ছেলে কুদ্দুস মন্ডলসহ (৫২) ৭/৮ জন সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। সাংবাদিকদের মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। ভাঙচুর করে ক্যামেরা। এ সময় আহত হন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ডেইলি স্টারের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আকরাম হোসেন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. ইউসুফসহ স্থানীয় সাংবাদিক আল মামুন ও এম এম শাহিন।

ঘিওর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আশরাফুল আলম জানান, টেলিফোনে খবর পেয়ে তাৎক্ষলণিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আব্দুল কুদ্দুসকে। অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামী আঃ কুদ্দুসকে মানিকগঞ্জ জেলা কোর্টে প্রেরন করা হয়েছে।

 

 

 

 

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com