স্বাস্থ্যবিধি মেনে এবং সার্বিক নিরাপত্তায় ঈশ্বরদীতে পূজা হবে

স্বাস্থ্যবিধি মেনে এবং সার্বিক নিরাপত্তায় ঈশ্বরদীতে পূজা হবে বলে জানিয়েছে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ প্রশাসনের আয়োজনে ঈশ্বরদী থানার হলরূমে মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শনিবারের এই মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন। থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি এবং  মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু,  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেশ সরকার প্রমূখ।  সভা সঞ্চালনা করেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত)  অরবিন্দ সরকার । সভায় ঈশ্বরদীর ২৮টি মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। ##

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225