সালথায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঋন নিয়মাচার প্রর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সালথায় পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ঋণ নিয়মাচার ও প্রাক্কলন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোম্বর) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন বাংলাদেশ কৃষি ব্যাংক সালথা বাজার শাখা। বাংলাদেশ কৃষি ব্যাংক মূখ্য আঞ্চলিক ফরিদপুর কার্যালয়ের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্বে) মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক শিরিন আক্তার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, বিকেবি ঢাকা বিভাগীয় কার্যালয়ের ক্রেডিট বিভাগের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন শাখার সহকারী ব্যবস্থাপক মুহাম্মদ তাইবুর রহমান, উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ জীবাংশু দাস। অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফরিদপুর বিভাগীয় মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (চলতি দায়িত্বে) মোহাম্মদ আজিজুর রহমান ফকির, বিকেবি সালথা বাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফাইজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের মধ্যে ফরিদপুরের সালথা অন্যতম। তাই পেঁয়াজ চাষের মৌসুমকে সামনে রেখে ক্ষুদ্র, প্রান্তিক ও প্রকৃত কৃষকদের বাছাই করে সহজ শর্তে স্বল্প সুদে ঋণ দেওয়া হবে। প্রধান মন্ত্রী ঘোষিত স্বল্প সুদে কৃষকদের মাঝে ঋন দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় এই ঋন কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার কৃষকদের সকল সুযোগ সুবিধে দিচ্ছে এই সরকার। শেখ হাসিনা সরকার কৃষি খাতে আনলিমিটেড বরাদ্দ রেখেছে যাহা অন্য কোন খাতে রাখেনি। তাই প্রত্যেকের নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগের জন্য এবং ঋন নিতে আগ্রহীদের প্রতি আহব্বানও করা হয় অনুষ্ঠানে।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225