মানিকগঞ্জের ঘিওরে সৌখীন মাছ শিকারির বরশিতে ধরা পড়েছে ডলফিন বা শুষক। শনিবার ধরা পরে ছয় ফুট লম্বা ডলফিনটির ওজন ২০ কেজি বলে জানিয়েছেন ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর ফারুক হোসেন ।
সৌখীন মাছ শিকারী মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেকশিমুল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন, মোঃ জালাল উদ্দিন,মোঃ আলম জানান,শুক্রবার দিবাগত রাতে দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার যমুনা নদীতে মাছ শিকার করতে যাই। যমুনা নদীতে হঠাৎ করে বরশিতে ডলফিনটি ধরা পরে। আমরা আমাদের এলাকার মানুষদেরকে দেখানোর জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সময় ঘিওর বাসস্ট্যান্ড থেকে আমাদের আটক করে ঘিওর থানা পুলিশ।
উপজেলার নিবার্হী অফিসার আইরিন আক্তার ও অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ( বিপ্লব) বলেন, ডলফিনটি উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে।