সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় নতুন বাজারের বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে সাবেক সহ-সভাপতি আশিক আলীর সভাপতিত্বে এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরকে সভাপতি ও নবীন সোহেলকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
প্রেস ক্লাবের অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সহ-সভাপতি কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য মাওলানা শিব্বির আহমদ, আশিক আলী, রোহেল উদ্দিন, শুকরান আহমদ রানা এবং বদরুল ইসলাম মহসিন।