মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর পৌরসভা নির্বাচনে ২ং ওয়ার্ডে নির্বাচনী প্রচারনায় বাধা দেওয়ার পাল্টা পাল্টি অভিযোগ উঠেছে, বুধবার রাতে নিজ বাস ভবনে লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ করেন ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইদুল বাশার টফি।
লিখিত অভিযোগে টফি বলেন, আমার নির্বাচনী প্রতিক উঠ পাখির প্রচারণার জন্য আমার কর্মীদের নিয়ে নির্বাচনী এলাকা নতুন মাদারীপুর নির্বাচনী প্রচার করতে গেলে, পানির বোতল প্রার্থী মনিরুজ্জামান আক্তার হাওলাদারের লোকজন প্রচার কাজে বাধা দেয় এবং বিভিন্ন রকম অসৌজন্যমূলক আচরণ করে, এবং ওই দিন বিকেলে আবারো প্রচারণায় গেলে পানির বোতল প্রার্থী মনিরুজ্জামান আক্তার হাওলাদার এর ভাইসহ ৩০/৪০জন লোক একত্রিত হলে গালিগালাজ করে প্রচারণায় বাধা প্রধান করলে বাধ্য হয়ে স্থান ত্যাগ করে চলে আসি। ইহা ছাড়াও আমার পোস্টার, ব্যানার ছিড়িয়া ফেলে এবং আমার কর্মী সমার্থকদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসতেছে।
এদিকে বোতল মার্কার প্রার্থী আক্তার হাওলাদার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, উট মার্কার প্রার্থী সাইদুল বাসার টফি তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন মামলার আসামি আমার নির্বাচণী প্রাচারণায় বাধা সৃষ্টি করছে, আমি প্রয়োজন হলে তার বিরুদ্ধে মামলা করবো।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, আমার সাথে নির্বাচন অফিসারের সাথে কথা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তার সাথে আলোচনা করে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আমরা অভিযোগ পেয়েছি সদর থানাসহ উপজেলা প্রশাসণকে জানানো হয়েছে। নির্বাচন সুষ্ঠ করার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করবো।