রবিবার, ০৫ মে ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

বেনাপোলে ভবের বের গ্রামে ভাগ্নীকে উত্ত্যাক্তের করার প্রতিবাদে মামাকে জখম

অনলাইন ডেস্ক / ৫৯৪ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে এ্যানি আক্তার নদী নামের এক কিশোরীকে উত্ত্যক্ত করায় কিশোরীর মামা রকি শিকদার প্রতিবাদ করলে ইয়ামিন নামে এক যুবক তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে। আহত রকি শিকদার (২২) সে বেনাপোল পোর্ট থানাধীন ভবের বেড় গ্রামের রবিউল শিকদারের ছেলে।

বুধবার (১৭ মার্চ)় রাত ৮টার সময় বেনাপোল ভবের বেড় হাইওয়ে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় পোর্ট থানার এসআই শফি আহম্মেদ রিয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযুক্ত ইয়ামিন হোসেনকে আটক করেছে।
কিশোরীর পরিবার জানায়, গতকাল রাত ৮টার সময় নবম শ্রেনিতে পড়ুয়া এক কিশোরীকে বেনাপোল বড় আঁচড়া গ্রামের শফিকুল ইসলাম খাঁ’র ছেলে ইয়ামিন হোসেন (২০) নামে এক বখাটে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় উত্ত্যাক্ত করে আসছিল। এ ঘটনায় কিশোরী বাড়িতে পরিবারের লোকজনদেরকে জানালে কিশোরীর মামা রকি শিকদার সন্ধ্যার সময় বেনাপোল ভবের বেড় হাইওয়ে পাকা রাস্তার উপর ইয়ামিনকে পেয়ে পরস্পরেরমেধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ইয়ামিনের দুই বন্ধু রকিকে ধরে রাখে আর ইয়ামিন তার কাছে থাকা চাকু দিয়ে রকি শিকদারের পেটে চাকুমেরে পালিয়ে যায় ।
রকির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে রকি শিকদারের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়া হয়।
বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে। সেই সাথে বখাটে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানান

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com