মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
বাংলাদেশ তাঁতী লীগ-দিনাজপুর জেলা ও শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ তাঁতী লীগ এর ১৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা।
১৯ মার্চ, ২০২১ শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এম. আব্দুর রহিম মিলনায়তনে বাংলাদেশ তাঁতী লীগ-দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম আলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস. এম. খালেকুজ্জমান রাজু।
বাংলাদেশ তাঁতী লীগ দিনাজপুর জেলা শাখার সদস্য-সচিব শামসুল হুদা শান্ত এর প্রানবন্ত সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম দবির, জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক ও চিরিরবন্দর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লায়লা বানু, দিনাজপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এ্যাড. সারোয়ার আহমেদ বাবু, দিনাজপুর শহর তাঁতী লীগের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক রোমান, জেলা তাঁতী লীগ এর সদস্য সৈয়দা সুলতানা ফেরদৌসী, জেলা তাঁতী লীগের সদস্য মোকারম হোসেন, দিনাজপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, চিরির বন্দর উপজেলা তাঁতী লীগের আহবায়ক লুৎফর রহমান বিদ্যুৎ, খানসামা উপজেলা তাঁতী লীগের সদস্য-সচিব মাসুদ রানা, বিরামপুর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ৭নং ওয়ার্ড তাঁতী লীগের সভাপতি শহীদুল ইসলাম সবুজ প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ তাঁতী লীগ এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড তাঁতী লীগের নেতৃবৃন্দ।