, , , ,

নরসিংদীর নজরপুরে ডিম লটারীর দ্বন্দ্বে এক কিশোরের অকাল মৃত্যু

সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী সদরের চরাঞ্চল আলিপুরের এক ওয়াজ মাহফিলে ডিম লটারি খেলা নিয়ে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুবায়ের আহমেদ শান্ত (১৭) মারা যায়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চর নজরপুর ইউনিয়নের অলিপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, গতকাল নজরপুর গ্রামের পাশে অলিপুরা গ্রামের ওয়াজ মাহফিলের পাশেই ডিম নিয়ে লটারি খেলা চলে। এই লটারি কে কেন্দ্র করে ওই যুবক ও স্থানীয় কিছু কিশোরের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে শান্তর উপর টেটা নিয়ে হামলা করা হলে গলায় টেটা বিদ্ধ হয়। তাকে নরসিংদী সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আজ বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই মৃত্যুর ফলে আলিপুর ও নজর পুর গ্রামে ধমধমে অবস্থা বিরাজ করছে। কড়া নজরদারি রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225