, , , ,

বেনাপোলে ঐতিহ্যবাহী পাটবাড়ি নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

শার্শা উপজেলার বেনাপোল ঐতিয্যবাহী শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রমে নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য ও ৮৫,যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

শুক্রবার (১৯ই মার্চ) সকাল সাড়ে ১১টায় গীতা পাঠ ও ফুলেল শুভেচ্ছার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বেনাপোল পৌরসভাস্থ পাঠবাড়ি গ্রামে ৩ একর জায়গায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী হরিদাস ঠাকুরের পাঠবাড়ী আশ্রম চত্ত্বরে নির্মানাধীন নতুন মন্দির ও নাট মন্দিরের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য ও ৮৫ যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

এর আগে মন্দির প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপন ও সম্মামনা প্রদান ও সুধি সমবেশ সহ নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষ্যে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রচীন কালের স্বাক্ষী বেনাপোলের ৫৭০ বছরের প্রচীন শ্রী শ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রমের সভাপতি শ্রী তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৮৫ যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন,আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শ্রী শ্যামল সরকার,ঢাকা, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মীর আলিফ রেজা, মোঃ ইব্রাহীম খলিল যুগ্ন-সাধারণ সম্পাদক শার্শা উপজেলা আওয়ামীলীগ, সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল জুয়েল ইমরান, এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী অসিত কুন্ডু, শ্রী যোগেশ দত্ত, শ্রী তপন ঘোষাল, শ্রী তপন ঘোষাল, শ্রী বৈদ্যনাথ দাস, শ্রীমতি অঞ্জলী রাণী দাস সহ পাটবাড়ি আশ্রম পরিচালনা পরিষদ সহ স্থানীয় ইলেট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

উল্লেখ্য যে, মন্দির তৈরির ভিত্তিপ্রস্থর উদ্বোধন করলেও ৮৫৭ সনে স্থাপিত পুরাতন ৫৭০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জ মন্দিরটি না ভেঙ্গে পুনঃসংস্কারের দাবী জানিয়েছেন অনেক প্রবীন স্থানীয় বিবেকবান হিন্দুরা। তাদের দাবী পুরাতন স্থাপনা ভাঙ্গলে হারিয়ে যাবে ৫৭০ বছরের পুরাতন নিদর্শন, তেমনি হারিয়ে যাবে ভক্তের ভক্তি শ্রদ্ধা। এজন্য মন্দির ভিত্তি প্রস্থর অনুষ্টান চলাকালিন সময় মন্ত্রী ও এমপির সামনে পোষ্টার সম্বলিত মন্দির রক্ষার দাবি জানান অতিথিদের সামনে। নাম প্রকাশে প্রবীন এক হিন্দু জানান ৫৭০ বছরের পুরানো মন্দির ভাঙ্গার পেছনে আসল উদ্দেশ্য হলো “সোনার ইট” সেখানে পাওয়া যাবে বলে ভাঙ্গতে চাচ্ছে।
বেনাপোল পাঠবাড়ি মন্দির কমিটির সাধারন সম্পাদক ফনিভূষন পালের কাছে ৫৭০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জ মন্দির ভাঙ্গার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, পুরাতন মন্দির ভেঙ্গে নতুন মন্দিরের জন্য ৫ কোটি টাকার বাজেট হয়েছে তাই মন্দির ভেঙ্গে নতুন করা হবে,এদিকে প্রতœ আইন ২০১৫ এর মতে ১০০ বছরের কোন পুরাতন নিদর্শনা ভাঙ্গতে হলে অনুমোদন নিতে হবে প্রতœ মন্ত্রানালয়ের।

বেনাপোল পাটবাড়ির শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুন্জের মধ্যে যে সকল মূর্তি ছিলো সে গুলো ইতিমধ্যেই সরানো হয়েছে। বর্তমান মন্দিরটি রক্ষার জন্য স্থানীয় হিন্দুরা মন্দির রক্ষা কমিটি করেছেন তার আহ্বায়ক শ্রী শান্তি পদ বিশ্বাস তিনি জানান, ৮০ থেকে ১০০ জন স্বাক্ষরিত একটি আবেদন বিভন্ন দপ্তরে দেওয়া হয়েছে যাতে ৫৭০ বছরের এই প্রচীন নিদর্শনটি রক্ষা করা যায়।
অনুষ্টান চলাকালিন সময় আইন শৃঙ্খলার সার্বিক দিক নজরদারিতে ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান সহ পোর্ট থানার সকল অফিসার বৃন্দ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225