, , , ,

আমতলী ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৫০ প্রার্থী বৈধ। একজন অবৈধ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ প্রার্থীই বৈধ হয়েছেন। আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়োজিত থাকায় চেয়ারম্যান পদে রাকিবুল হাসান ইউসুফের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।
জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে ৫১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। শুক্রবার রাতে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৫০ প্রার্থীকে বৈধতা ঘোষনা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন গুলিশাখালী ইউনিয়নে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এইচএম মনিরুল ইসলাম মনি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম মিয়া, আসাদুর রহমান, অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন, গোলাম ফারুক, এনায়েত করিম, আব্দুল খালেক, কাইয়ুম আহম্মেদ, রেজাউল করিম কুদ্দুস, মোঃ তোফাজ্জেল হোসেন, অ্যাডভোকেট মোঃ মোশাররফ হোসেন ও হাতপাখায় সফিউল আলম। কুকুয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোঃ ফজলুল হক, সাবেক চেয়ারম্যান মোঃ কায়েসুর রহমান ফকু, ইকবাল হোসেন, মাহবুব-উল আলম ও হাতপাখায় মাওলানা একেএম আব্দুর রশিদ। আঠারোগাছিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন, সাবেক চেয়ারম্যান আব্দুল বারেক তালুকদার, জহিরুল ইসলাম খোকন মৃধা ও হাতপাখার প্রার্থী আব্দুল লতিফ। হলদিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম মৃধা, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মোঃ শাহাজাদা, মোঃ ইলিয়াস মৃধা, মুজাহিদুল ইসলাম, আবু তাহের, আব্দুস ছালাম মোল্লা ও হাতপাখার প্রার্থী আবু তাহের মোঃ হাবিবুল্লাহ সিরাজী। চাওড়া ইউনিয়নে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোঃ মহসিন, মোঃ আলমগীর কবির, তরিকুল ইসলাম নিপু, ফারুক গাজী, মঈনুল ইসলাম, মহিউদ্দিন হাওলাদার, নজরুল ইসলাম গাজী, আলতাফ হাওলাদার ও হাতপাখার প্রার্থী আব্দুর রহমান। আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মোসাঃ সোহেলী পারভীন মালা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মোঃ মাহবুবুর রহমান জাফর বিশ^াস, হুমায়ূন কবির, রাকিবুল হাসান দেলোয়ার, ছদরুল ইসলাম মানিক, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবুন নেছা, মোঃ হারুন অর রশিদ ও হাতপাখার প্রার্থী হাসান গাজী। এছাড়া প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়োজিত থাকায় আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মোঃ রাকিবুল হাসান ইউসুফ, সাধারণ সদস্য পদে রাসেল তালুকদার, আঠারোগাছিয়া ইউনিয়নে জয়নাল খান, আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে মোসাঃ উম্মে কুলমুম প্রিয়া ও গুলিশাখালী ইউনিয়নে রাহিমা বেগমের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।
আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের রিটানিং অফিসার সিএম রেজাউল কবির বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিয়োজিত থাকায় চেয়ারম্যান পদে রাকিবুল হাসান ইউসুফের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করা হয়েছে।
আমতলী নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, একজন চেয়ারম্যান, দুইজন সংরক্ষিত নারী সদস্য ও দুইজন সাধারণ সদস্য মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করা হয়েছে। তিনি আরো বলেন, চেয়ারম্যান পদে ৫০, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৩ ও সাধারণ সদস্য পদে ২২২ জনের মনোনয়নপত্র বৈধ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225