মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

নরসিংদীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক / ৫৬৯ শেয়ার
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

বৃহস্পতিবার ২৫ মার্চ বিকেল সাড়ে ৪টায় গণহত্যা দিবস উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুম কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম, নরসিংদী জেলা পরিষদের চেয়ায়ম্যান আলহাজ্ব আব্দুল মতিন ভূইয়া, ৭১-এর মুক্তিযুদ্ধ সেক্টরস কমান্ডার ফোরাম নরসিংদী শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ।
এ সময় জেলার সকল দপ্তর প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, দৈনিক নরসিংদীর নবকণ্ঠ এর প্রধান সম্পাদক শান্ত বণিক সহ সংশ্লিষ্ট সকলে সংযুক্ত ছিলেন।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com