বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
বরগুনার তালতলীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেন সিপিপি
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিপিবির ভলান্টিয়ারের সদস্যরা।
এসময় ছিলেন উপজেলা সিপিপির টিম লিডার মোঃ আলতাফ হোসেন হাওলাদার, উপজেলার সিপিপির ডেপুটি টিম লিডার জাকির হোসেন চুন্নু , বড়বগী ইউনিয়ন সিপিপির টিম লিডার মোঃ আলমগীর হোসাইন, সোনাকাটা ইউনিয়ন সিপিপির টিম লিডার জলিল ফকির, ইউনিয়ন সহ-টিম লিডার মোঃ নুরুল-আমিন মুন্সি, আরো উপস্থিত ছিলেন মোঃ আঃ গনি আকন, মোঃ আবুল হোসেন ও শাহীন শাইরাজ প্রমুখ।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শদ্ধা জানায়।