, , , ,

দিনাজপুরে ‘ কাহিচাল ‘ আর্ট ক্যাম্প শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ

মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ

” সকল শিক্ষাই হোক মানব কল্যাণের জন্য ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকাস্থ সিঙ্গুলারিটি আর্ট প্ল্যাটফর্ম ও গ্যালারী ষড়ং – দিনাজপুর এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী (২২-২৮) আর্ট ক্যাম্প ” কাহিচাল ” এর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

২৯ অক্টোবর, ২০২১ শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমীর আর্ট গ্যালারিতে আর্ট ক্যাম্প ” কাহিচাল ” এর শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে গ্যালারী ষড়ং – দিনাজপুর এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ।

শিল্পকর্ম প্রদর্শনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোথে ইনস্টিটিউট বাংলাদেশ এর ডিরেক্টর কিরস্টেন হাচেনব্রচ, রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এর প্রফেসর শিল্পী আজাদী পারভীন, ব্রিটিশ শিল্পী তেরেসা আলবর ও গোথে পপ আপ ফেষ্টিভেল বাংলাদেশ এর কো-অর্ডিনেটর সামিরা সায়েদ।

অনুষ্ঠানের সঞ্চালক চন্দন কুমার সরকার নয়ন এর প্রানবন্ত সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্যালারী ষড়ং – দিনাজপুর এর প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. রাজিউদ্দিন চৌধুরী ডাব্লিউ ও রুক্স মিনি রিকভানা কিউ চৌধুরী।

প্রদর্শনীতে ১৩ জন শিল্পীর শিল্পকর্ম স্হান পেয়েছে। তারা হলেন- আহসানা অঙ্গনা, ইমরান সোহেল, ফারজানা আহমেদ উর্মি, ফারজানা আখতার, কৌশিক তালুকদার, মো. আনিসুল হক, মনন মুনতাকা, নওরিন আনসারি, সিদ্দিক ইবনে ওয়াহিদ, রুক্স মিনি রিকভানা কিউ চৌধুরী, মো. রাজিউদ্দিন চৌধুরী, ফারাহ সুলতানা শামা ও মরহুম গোলাম কিবরিয়া বাবু।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা পর্ব শেষে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ। উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225