কাবিরুল ইসলাম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিনব্যাপী প্রানীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহনপুর পশু হাসপাতাল চত্বরে উপজেলা প্রানীসম্পদ অধিদপ্তর আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী। বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, ডেইরি ফার্মের উদ্যোক্তা শিপলু সরকার প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নজরুল অটো রাইস মিলের নির্বাহী পরিচালক খাদেমুল ইসলাম। প্রদর্শনীতে প্রায় অর্ধশতাধিক গবাদিপশু প্রদর্শিত হয়।
Facebook Comments Box