, , , ,

বানারীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে আহত ৪

বানারীপাড়া প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া চাখার ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে
একই পরিবারের ৪ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায়
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ৬ জুলাই বিকেলে উপজেলার চাখার
ইউনিয়নের সোনাহার গ্রামের ৯নং ওয়ার্ডে এ নির্মম নির্যাতন চালায়
পার্শ্ববর্তী সাকরাল গ্রামের সমশের আলীর ছেলে শুক্কুর আলী তার সাথে
হামলায় অংশ নেয় আনোয়ার হাওলাদার, শফিক কাজি ও ইমন হাওলাদার সহ আরও বেশ
কয়েকজন। এ হামলায় গুরুত্বর আহত ও যখম হন হাফিজুর রহমান সুজন তার ভাই আরিফ
হোসেন, পিতা আনছার ঢালী, মাতা মনোয়ার বেগম। এ ঘটনায় যখম হওয়া হাফিজুর
রহমান সুজন জানায়, তাদের হামলাকারী শুক্কুর গংরা ফরাজীয় সম্পত্তিতে
সালীশদারদের কথা অমান্য করে জোরপূর্বক তাদের (সুজন) বসত ঘরের পাশে মাটি
কেটে জায়গার দখল নিতে চায় এসময় দখলদারদের বাধা দিলে তারা সুজন ও তার
পরিবারে ওপর অতর্কিত হামলা চালায়। হামলা কারীদের হামলা ও দেশীয় দা এর
কোপে সুজনের কপাল কেটে যখমের সৃষ্টি হয়। এসময় সুজনকে বাচাতে এলে
হামলাকারীরা তার বাবা, মা ও ভাইয়ের ওপর হামলাকরে। পরে স্থানীয়দের
সহযোগীতায় সুজন ও তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।
Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225