বরগুনায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

এ.কে.এম শাহাদাৎ হোসেন শাওন, বরগুনা:

বরগুনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতা ভোগী সদস্যদের ঈদ শুভেচ্ছা ও উপহার বিতরন করা হয়। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল১০ টা থেকে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ উপহার বিতরনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা পরিচালকের পক্ষ থেকে সদর উপজেলায় দায়িত্ব পালন করা ভাতাভোগী ৬৪ জনের মধ্যে নানান রকম খাদ্য উপকরণ উপহার হিসেবে দেয়া হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআই জাহিদ হাসান।

বরগুনা সদর উপজেলার ৩নং ফুলঝুরি ইউনিয়ন দলপতি এ.কে.এম শাহাদাৎ হোসেন বলেন, আজকে আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে আমরা ভীষণ খুশি। মাননীয় ডিজি স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল বলেন, আসন্ন ইদুল ফিতর উপলক্ষে প্রথমবারের মত সদর উপজেলার ৬৪ জন ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে মহা পরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি। এতে আমরা ভীষন খুশি। আমাদের সদস্য প্রতিনিয়ত দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। ইদ সামগ্রী পেয়ে তাদের ঈদ ভালো কাটবে এমনটাই প্রত্যাশা করি।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225