ঈশ্বরদীতে মোটরসাইকেল উদ্ধার, আটক দুই

ঈশ্বরদীতে চুরিকৃত মোটর সাইকেলসহ দুই চোর আটক হয়েছে। পাকশী পুলিশ ফঁাড়ির পরিদর্শক শহিদুল ইসলামের নেতর্ৃত্বে পরিচালিত অভিযানে রেজানগর এলাকার সোহান গাজী ও মুলাডুলির ফরিদপুর গ্রামের মাহিন বিশ্বাস গ্রেফতার হয়েছে। বুধবার রাত সাড়ে দশটার দিকে এই অভিযানের সময় চুরিকৃত মোটর সাইকেলটি উদ্ধার হয়েছে।

 

পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ৮ই জুলাই ভোরে পাকশী ইউনিয়নের বাঘইল হেমাইত পাড়া গ্রামের হাসেম আলীর বাড়ি হতে পাবনা-হ-১৪-৭৯০৫ ডাইয়া ৮০ সিসির মোটর সাইকেলটি চুরি হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় হাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয়।

 

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের বিরুদ্ধে থানায় ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৮। আসামীদের পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।##

 

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225